শিরোনাম

২০২৫ সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ব

Views: 7

বিশ্বজুড়ে নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্যে ২০২৫ সালকে স্বাগত জানাতে শুরু করেছে মানুষ। নতুন বছরের শুরুতেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ কিরিবাতি প্রথম ২০২৫ সালকে বরণ করে। এরপর, নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির ঝলকানিতে নতুন বছরের আগমন উদযাপিত হয়।

অস্ট্রেলিয়ার সিডনিতেও এক মহা আতশবাজির আযোজনে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়। রাত ১২ টা বাজতেই আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির বিস্ফোরণে। এই সময়ে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরিও নতুন বছরে প্রবেশ করে।

জাপানে, রাজধানী টোকিওর তোদাই-জি মন্দিরে ঐতিহ্যবাহী ঘন্টাধ্বনি বাজানোর মাধ্যমে ২০২৫ সালকে বরণ করে নেওয়া হয়। এর পরই দক্ষিণ কোরিয়া, ভারত, শ্রীলংকা ও অন্যান্য দেশ একে একে নতুন বছরকে স্বাগত জানাতে শুরু করবে।

চীনে, শ্যানডং প্রদেশে একদল নারী ২০২৫ সালের আগমন উপলক্ষে শুভ কামনার ব্যানার নিয়ে প্রস্তুতি নিচ্ছে। চীনের কংজিয়াং কাউন্টিতে গ্রামের মানুষরা প্রচলিত বাদ্যযন্ত্র বাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও বেইজিংয়ে ভাষণ দেবেন নতুন বছরের আগমন উপলক্ষে।

বিশ্বের অন্যান্য দেশেও নতুন বছরকে বরণ করতে নানা প্রস্তুতি চলছে। তবে, যুক্তরাজ্যে আবহাওয়ার কারণে কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায়, বছরের শেষের ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনার পর, নতুন বছর উদযাপন কিছুটা নীরবভাবে অনুষ্ঠিত হচ্ছে।

স্পেনে, নতুন বছরের কাউন্টডাউনের সময় একেকটি আঙুর খাওয়ার প্রথা রয়েছে, যা ১৯০৯ সাল থেকে চলে আসছে। ডেনমার্কে নতুন বছরকে স্বাগত জানাতে থালা ছুড়ার রীতি রয়েছে। ল্যাটিন আমেরিকায় রঙিন অন্তর্বাস পরে নতুন বছরকে বরণ করার প্রথা আছে, যেখানে বিশ্বাস করা হয়, বিভিন্ন রঙের অন্তর্বাস ব্যক্তির জন্য বিভিন্ন ধরণের ভাগ্য নিয়ে আসে।

ফিলিপিন্সের মানুষরা নতুন বছরের আগমনীতে গোল আকারের জিনিস দিয়ে নিজেদের ঘিরে রাখে, পাশাপাশি পোলকা ডটের কাপড় পরিধান করে এবং আঙুর খাওয়ার রীতি পালন করে।

বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি, কিছুটা দেরিতে নতুন বছরে প্রবেশ করবে ব্রাজিল, আর্জেন্টিনা, এবং সবশেষে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলগুলো।

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *