শিরোনাম

২০২৫ সালে ব্যারেলপ্রতি তেলের দাম ৬০ ডলারে নামতে পারে

Views: 15

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আগামী বছর অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে আসতে পারে।

জেপি মরগ্যানের প্রতিবেদন অনুযায়ী, আগামী এক বছরে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করতে পারে। ২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২০২৫ সালের শেষ দিকে এটি ৬০ ডলারে নামতে পারে।

জ্বালানি তেলের বাজারে বিদ্যমান অস্থিরতার জন্য পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হচ্ছে। এই উত্তেজনা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিশালী অর্থনীতির জন্য ক্ষতিকর, ফলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবে।

বিশ্লেষকদের মতে, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির চাহিদা কমে যাওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তেলের দাম বাড়ছে না। অর্থাৎ অর্থনীতির এই চাহিদা-জোগানের তত্ত্ব অনুসারে তেলের দামের এই অবস্থান দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলেন, চীনের চাহিদার ওপর বিশ্ববাজারে তেলের দাম অনেকটা নির্ভরশীল। তবে চীনের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এবং সেখানে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় যুদ্ধের শঙ্কার মধ্যেও তেলের দাম বাড়ছে না। গত বছরের একই সময়ের তুলনায় চীনের তেল আমদানি বছরের প্রথম ভাগে কমেছে। চাহিদা কম থাকায় চীন তেল মজুত করছে না, যা দাম কমার একটি মূল কারণ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *