বরিশাল অফিস :: ২০২৫ সালে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন, তাদেরও পেনশন স্কিমে যুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০২৫ সালে যারা চাকরিতে যোগ দেবেন তারাও যেন সরকারি পেনশন স্কিমে যুক্ত হতে পারেন, সেই ব্যবস্থা নেয়া হয়েছে।
বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে আগামী দিনে বিদ্যুতে ভর্তুকি থাকছে না বলেও জানান শেখ হাসিনা।
তিনি বলেন, মানুষের সক্ষমতা যখন কম ছিল, তখন কম বিদ্যুৎ হলেও চলতো। এখন সক্ষমতা বেড়েছে, তাই বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এ অবস্থায় বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বিদ্যুতে। এটা সামনের দিনগুলোতে আর দেওয়া হবে না।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।