চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয় ২০ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক এই সংগঠন বলেছে, ওই সাংবাদিকদের মধ্যে চারজন আটক আছেন। আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়ার জন্য ‘দৃশ্যত প্রতিশোধ’ হিসেবে তাদের আটক করা হয়েছে।
সিপিজে বলছে, অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত সেন্সরশিপের ক্ষেত্রে একটি উদ্বেগজনক নজির তৈরি করেছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের এই সংকটকালীন সময়ে অন্তর্বর্তী কর্তৃপক্ষকে অবশ্যই সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে।
গত ২৯ অক্টোবর আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে তথ্য অধিদপ্তর।