বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন, তারা কোনো দলের সম্পদ নন, তারা পুরো দেশের সম্পদ। তিনি আরও বলেন, ২৪-এর এই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া সকল পরিবার তাদের কাছে ঋণী।
রবিবার (১ ডিসেম্বর) রাতে বরিশাল সফরের অংশ হিসেবে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির।
পথসভায় শহীদ ও আহত পরিবারের পাশে জামায়াতে ইসলামী থাকার কথা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “দেড় বছর আগে চিন্তাও করিনি যে বাংলাদেশের কোনো খোলা ময়দানে দাঁড়িয়ে দোয়া চাইতে পারব।”
তিনি আরো বলেন, “২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য মানুষকে গুম-খুন করা হয়েছে, সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করা হয়েছিল। দফায় দফায় মানুষকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। হাজার হাজার আলেম-ওলামাকে কোমরে দড়ি বেঁধে টানা হয়েছিল।”
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, “জামায়াতের সাড়ে পাঁচশত সাথীকে ২৪-এর অভ্যুত্থানের আগেই গুম করা হয়েছিল।”
পথসভায় জামায়াতের আমীর বলেন, “ন্যায় বিচার ঘরে আসবে না, লড়াই করে আনতে হবে। অধিকারের দরজা খুলেছে, বাকিটা লড়াই করে আনব। কোনো দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্যের পরিবর্তন হবে না।”
তিনি বলেন, “নতুন বাংলাদেশে দুর্নীতি, দখলদার, চাঁদাবাজ থাকবে না, অস্ত্রের ঝনঝনানি শোনা যাবে না। এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে আস্থা, বিশ্বাস ও ভালোবাসার দায়িত্ব আমরা মালিক নয়, সেবক হয়ে পালন করব।”
শেখ হাসিনার সরকারের আমলে সারা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করার কথা উল্লেখ করে তিনি বলেন, “কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল।”
তিনি আরও বলেন, “২০০৬ সালের ২৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে। বহু মানুষকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র সত্যের পক্ষে থাকার জন্য। প্রবীণ ও বিজ্ঞ আলেমদেরও তারা জেলে দিতে দ্বিধা বোধ করেনি। তাদের পায়েও ডান্ডা বেড়ি পরিয়েছিল। দেলোয়ার হোসেন সাঈদীকে তারা তিলে তিলে খুন করেছে। আমাদের সিপাহী সালার বহু নেতাকে তিলে তিলে খুন করা হয়েছে।”
পথসভায় সভাপতিত্ব করেন মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম