শিরোনাম

৩৬ জনের মন্ত্রিসভায় ২০ জনই নতুন মুখ

Views: 66

চন্দ্রদীপ ডেস্ক : নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে ৩৬ জন সদস্য নিয়ে। এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন তারা। এই ৩৬ জনের মধ্যে ২০ জনই নতুন মুখ।

যাদের মধ্যে অনেকে গত সরকারের আগের সরকারগুলোতে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে থাকলেও বেশ কয়েকজন একেবারে নতুন।

বুধবার (জানুয়ারি ১০) এসব মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এরই মধ্যে ফোন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

২৫ মন্ত্রীর ১৩ জনই নতুন

নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন: মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো. আব্দুর রহমান (ফরিদপুর-১), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন।

১১ জন প্রতিমন্ত্রীর তালিকায় নতুন মুখ ৭ জন

নতুন প্রতিমন্ত্রীরা হলেন- বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪), মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *