শিরোনাম

৪০ টাকা কেজিতে ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু

Views: 40

চন্দ্রদ্বীপ ডেস্ক : ভারত থেকে আসা পেঁয়াজ বিক্রি আজ থেকে শুরু হবে বলে জানিয়েছে সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (১ এপ্রিল) টিসিবি জানায়, ২ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ঢাকায় ১০৩টি, চট্টগ্রামে ৫০টি ও গাজীপুরে ১৫-২০টি স্পটে এই বিক্রি কার্যক্রম চালানো হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে।

প্রতি কেজির দাম পড়বে ৪০ টাকা।

এর আগে রবিবার বকেল সোয়া ৫টার দিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে এসে পৌঁছায়। গতকাল সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়।

সকাল ৯টা থেকে ওই পেঁয়াজের খালাস কার্যক্রম শুরু হয়।

এখান থেকে ট্রাকে করে পেঁয়াজ ডিলারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *