শিরোনাম

‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’: নতুন সিজনে মোস্তফা সরয়ার ফারুকী

Views: 11

বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’, যা ২০০৭ সালে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে তুলে ধরেছিল। দীর্ঘ ১৭ বছর পর এই ধারাবাহিকের নতুন সিজন নির্মাণ করেছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন এই সিজনের নাম দেওয়া হয়েছে ‘৮৪০’। নির্মাতা একে ‘৪২০’-এর ডাবল-আপ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ‘৮৪০’ ধারাবাহিকের ট্রেইলার প্রকাশিত হওয়ার কথা। মোস্তফা সরয়ার ফারুকীর বক্তব্য অনুযায়ী, “পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সব সময়ই উপযুক্ত। ২০০৭ সালে ‘৪২০’ বানানোর সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যথেষ্ট রসদ জুগিয়েছে। তবে গত ১৫ বছরে রাজনৈতিক অবস্থার অবনতি ও তামাশার মাত্রা আরও বেড়েছে, যা এবার ‘৮৪০’-এ ফুটিয়ে তোলা হবে।”

‘৮৪০’ নাটকের রচনায়ও ছিলেন ফারুকী নিজেই। তিনি জানান, নাটকটির শুটিং শেষ হয়েছে গত বছর নওগাঁ ও রাজশাহীতে। তবে নতুন সিজনে আগের অভিনয়শিল্পীরা থাকছেন কি না, তা এখনও প্রকাশ করেননি। উল্লেখ্য, ‘৪২০’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেল প্রমুখ।

নতুন এই সিজনও দর্শকদের কাছে জনপ্রিয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *