শিরোনাম

৪২১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল টাইগাররা

Views: 38

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: মিডল অর্ডার ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর সুবাদে ৪৪৮ রানের বিশাল রান স্কোরবোর্ডে জমা করেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাট হাতে সাবলীল থেকেই দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। ১২ ওভার খেলে দলীয় ২৭ রান করেছেন দুই টাইগার ওপেনার।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকেই সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করতে থাকেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাদের ব্যাটে ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে থাকে পাকিস্তান। চা বিরতিতে তাদের এই দাপুটে জুটি ভাঙ্গে ২৪০ রানে। ব্যক্তিগত ১৪১ রানে শাকিল সাজঘরে ফিরলেও নিজের ডাবল সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন রিজওয়ান।

তবে ১১৩তম ওভার শেষে ড্রেসিংরুম থেকে ইনিংস ঘোষণার ইঙ্গিত দেন স্বাগতিক অধিনায়ক শান মাসুদ। ততক্ষণে অবশ্য রান পাহাড় দাঁড় করিয়ে ফেলা হয়ে গিয়েছে পাকিস্তানের।

দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ইনিংস ঘোষণা আগে ১১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তানের দলীয় সংগ্রহ ছিল ৪৪৮ রান। যেখানে ক্যারিয়ার সেরা ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

বাংলাদেশকে দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়াটাই উদ্দেশ্য ছিল স্বাগতিকদের, এজন্যই হয়ত শেষ দিকে ব্যাট ঘুরাচ্ছিলেন পাকিস্তানের ব্যাটাররা। রানও উঠছিল বেশ। গতকাল ম্যাচের প্রথম দিন টাইগার বোলাররা দাপট দেখালেও আজ কেউই তেমন সুবিধা করতে পারেননি। আজকের দিন পুরোটাই যেন ছিল স্বাগতিক ব্যাটারদের দখলে।

পাকিস্তানের ডিক্লেয়ার দেওয়া পর ব্যাট হাতে মাঠে নামেন দুই টাইগার ওপেনার শাদমান ইসলাম ও জাকির হাসান। স্বাগতিক পেসারদের দারুণ বোলিং বেশ সামলেই খেলতে থাকেন দুইজন। স্কোরবোর্ডে ২৭ রান যোগ করেছেন তারা। ১২ ওভার শেষে দ্বিতীয় দিনের সমাপ্তি ঘোষণা করেন ফিল্ড আম্পায়ার।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *