চন্দ্রদ্বীপ ডেস্ক: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে দোটানায় পড়েছেন চাকরিপ্রার্থীরা। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষণা অনুযায়ী—আগামী ৯ মার্চ ঢাকাসহ আট বিভাগীয় শহরে অনুষ্ঠিত হওয়ার কথা। একই দিন ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ নেওয়ার ঘোষণা দেয় পিএসসি। এর তিনদিন পর ২২ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। এতে নির্বাচন ও বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে পড়ে যায়। এরপর থেকেই দোটানায় চাকরিপ্রার্থীরা।
বিষয়টি নিয়ে পিএসসিতে খোঁজ নেওয়া হলেও কেউ নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি। কেউ বলছেন, ঈদের আগে পরীক্ষা নেওয়া হয়তো আর সম্ভব নয়। আবার কেউ বলছেন, সদস্যরা চাইলে রোজার মধ্যেও পরীক্ষা হতে পারে।
তিনি বলেন, ‘আমরা কর্মকর্তারা আলোচনা করে যেটুকু বুঝেছি- ঈদুল ফিতরের আগে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়াটা কষ্টসাধ্য। কোনো সুযোগও নেই। রোজার মধ্যে বিসিএসের পরীক্ষা নেওয়ার নজিরও নেই। ফলে ঈদের পর ছাড়া তো কোনো উপায় দেখছি না। সেক্ষেত্রে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর পরীক্ষা হতে পারে।’
জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘এ নিয়ে (৪৬তম বিসিএসের প্রিলি) আমরা এখনো বসিনি। কোনো আলাপও হয়নি।’
প্রার্থীরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ১৫ দিন পার করেছেন। ঠিক কবে নাগাদ আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন—এমন প্রশ্নে পিএসসি চেয়ারম্যান বলেন, ‘প্রার্থীদের নিয়ে আমাদের (পিএসসি) চেয়ে আপনারা (গণমাধ্যম) বেশি ভাবেন না নিশ্চয়ই। সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।’
পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এরমধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।