শিরোনাম

৪৭তম বিসিএসের আবেদন শুরু, থাকছে বড় পরিবর্তন

Views: 7

৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এই আবেদন কার্যক্রম শুরু হয়, যা চলবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) নতুন তারিখ ঘোষণা করে এ আবেদন কার্যক্রম শুরু করে। এবারের বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনা হয়েছে, যা প্রার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

পরিবর্তনগুলো কী কী?

৪৭তম বিসিএস পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। একইসঙ্গে আবেদন ফি কমিয়ে ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ৫০ টাকা ধার্য করা হয়েছে।

পিএসসি জানায়, ৪৭তম বিসিএস থেকে আবেদনের বয়সসীমা ৩২ বছর করা হয়েছে। আগে ১০ ডিসেম্বর আবেদন শুরুর কথা থাকলেও তা স্থগিত করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পদসংখ্যা এবং বয়সসীমা

এবারের বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭ এবং নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। মোট ৩ হাজার ৬৮৮ জনকে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০২৪ সালের ১ নভেম্বর পর্যন্ত ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন সহজ করার উদ্যোগ

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর কারণে প্রার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। গত ১১ ডিসেম্বর আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ায় ৪৭তম বিসিএস আবেদন কার্যক্রম নতুন নিয়মে শুরু হয়।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা psc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জানুয়ারি ২০২৫।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *