বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। তিনি বলেন, এখন আমাদের সামনে নতুন এক সুযোগ এসেছে, যেখানে দেশের উন্নয়ন ও সংস্কারের পথ প্রশস্ত করা সম্ভব।
নুর বলেন, আমরা চাই একটি বাংলাদেশ গড়ে উঠুক যেখানে জনগণের অধিকার রক্ষিত থাকবে, জুলুম, দুঃশাসন, ভোট ডাকাতি এবং রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না। তবে, তিনি সতর্ক করেছেন যে কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে উৎপাত শুরু করেছে, যেন তারা ক্ষমতায় চলে এসেছে। এটি চলতে দেয়া যাবে না। তিনি আরও বলেন, “জেলা-উপজেলায় গিয়েছি এবং পরিষ্কারভাবে ডিসি, এসপি, ইউএনওদের বলেছি যে, তাদের কাজ হবে শুধু রাজনৈতিক দলের প্রতিনিধির প্রাধান্য না দিয়ে, সকলের সঙ্গে মতবিনিময় করে জনকল্যাণে কাজ করা।”
তিনি বরিশালের ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলে ওলামা ও সুধী সম্মেলনে বক্তৃতা দেন এবং আরও বলেন, “৫৩ বছর ধরে চলা পুরনো রাজনীতির কারণে দেশের জনগণ অনেক যন্ত্রণা ভোগ করেছে। তবে, এখন একটি সুযোগ এসেছে। এ সুযোগটি আমরা কিভাবে কাজে লাগাবো তা আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে, আমি বিনয়ের সাথে বলছি, আমাদের ছোটোখাটো মতবিরোধের কারণে এই সুযোগ যেন হাতছাড়া না হয়।”
ডাকসুর সাবেক ভিপি নুর আরও বলেন, ছাত্রলীগ, যুবলীগের কিছু সদস্য যারা নেশার সঙ্গে যুক্ত এবং তাঁদের চরিত্র প্রশ্নবিদ্ধ, গত নির্বাচনে ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমসহ অন্যান্য আলেম-ওলামাদের লাঞ্ছিত করেছে। তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য ইসলামী দলের স্লোগান ‘নেতা নয় নীতি চাই’ অত্যন্ত যৌক্তিক। শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন সম্ভব নয়, আমাদের নীতিরও পরিবর্তন প্রয়োজন।”
নুর শেষ করেন, “আল্লাহর রহমত ছাড়া এমন পরিবর্তন সম্ভব হতো না। এখন সময় এসেছে উপযুক্ত নেতৃত্বের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম