শিরোনাম

৫ উইকেট নিয়ে ভারতের মাটিতে যে ইতিহাস গড়ল হাসান মাহমুদ

Views: 40

চন্দ্রদ্বীপ ক্রীড়া :: চেন্নাইয়ে ভারতে বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই বুমরাহর উইকেট তুলে নেওয়াম মধ্য দিয়েই বাংলাদেশি প্রথম বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নিয়েছেন ডান হাতি পেসার হাসান মাহমুদ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারতে বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে এই অনন্য কীর্তি গড়েন পেসার হাসান মাহমুদ।

গতকাল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম দিনে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। একের পর এক ভারতীয় ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রথম দিনে হাসান তুলে নেন- রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি ও রিষভ পান্তের মতো উইকেট। খেলার দ্বিতীয় দিনে প্রথম ইনিংসেই প্রথম বাংলাদেশি হিসেবে গড়ে ফেলেন নতুন ইতিহাস।

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়েছে ভারত। বাংলাদেশের হয়ে পেসার হাসান মাহমুদ নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। এর আগে সর্বশেষ টেস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ৫ উইকেট সংগ্রহ করেছিলেন টাইগার পেসার হাসান মাহমুদ।

সংক্ষিপ্ত স্কোর

ভারতের প্রথম ইনিংসে ৯১.২ ওভারে ৩৭৬/১০ (জেয়েসওয়াল ৫৬, রোহিত ৬, শুভমান ০, কোহলি ৬, রিষভ ৩৯, রাহুল ১৬, জাদেজা ৮৬, অশ্বিন ১১৩, আকাশ ১৭, বুমরাহ ৭, সিরাজ ০*)

বাংলাদেশ লাঞ্চ বিরতির আগে প্রথম ইনিংসে ৯ ওভারে ২৬/৩ (সাদমান ২, জাকির ৩, শান্ত ১৫*, মুমিনুল ০, মুশফিকুর ৪*)

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *