পটুয়াখালী প্রতিনিধি :: কারিগরি শিক্ষায় অবৈধভাবে ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ ও বিভিন্ন পদে অকারিগরি কর্মকর্তা অপসারণের দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে বিগত কয়েক দিন শান্তিপূর্ণ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, কতৃপক্ষের কোন সমাধান না পেয়ে আজ সোমবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের বাস ভবনের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক তাদেরকে রাস্তা ছেড়ে দিয়ে নিজ ক্যাম্পাসে ফিরে যেতে বলেছেন এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন তাদের জায়গা থেকে যতদূর করা সম্ভব তারা তাদের জন্য করবেন, এবং পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপালের সাথে কথা বলে তাদের দাবি সমূহ মেনে নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
এরপর শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে ফিরে যান।