শিরোনাম

৬ হত্যা মামলায় গ্রেপ্তার, আদালতে যা বললেন মানিক

Views: 25

চন্দ্রদ্বীপ নিউজ :: ঢাকার পৃথক ছয় হত্যা মামলায় সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকী-আল-ফারাবী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিকে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি সময় তিনি গ্রেপ্তার দেখানো মামলায় মিথ্যা বানোয়াট দাবি করে নিজেকে নিরপরাধ মর্মে উল্লেখ করেন।

তাকে গ্রেপ্তার দেখানো মামলাগুলোর মধ্যে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা এবং বাড্ডা থানার চারটি হত্যা মামলা।

সকাল ৮টার পর তাকে আদালতে হাজির করা হয়। তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়।

বিচারপতি মানিককে গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে ওঠানোর সময় তার ওপর হামলা হলে তিনি গুরুতর আহত হন। তাকে কারা হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত ১২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মানিককে ছাড়পত্র (ডিসচার্জ) দেয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই কড়া নিরাপত্তার মধ্যে মানিককে হাসপাতাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

গতকাল সিলেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তার জামিন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি। পরে সিলেট থেকে গত ১৭ সেপ্টেম্বর তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *