শিরোনাম

৮ দিন পর আজ আবার চালু হচ্ছে বরগুনা-ঢাকা লঞ্চ সার্ভিস

Views: 49

বরগুনা প্রতিনিধি: যাত্রী সংকট ও জ্বালানি তেলের দাম বাড়ার কারণে ক্রমাগত লোকসানের মুখে আটদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে উপকূলীয় জেলা বরগুনায় আবারও শুরু হচ্ছে লঞ্চ চলাচল।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে বরগুনা পৌর এলাকায় এমকে শিপিং লাইনের পক্ষে মাইকিং করে এ তথ্য জানানো হয়।

সেই সঙ্গে নতুন ভাড়া তালিকা প্রচার করা হয়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যাত্রী সংকটের কারণে গত ২২ আগস্ট থেকে ঢাকা-বরগুনা লঞ্চ সার্ভিস বন্ধ করে দেন মালিকপক্ষ।

সংকটে পড়েন ঢাকা-বরগুনা নৌরুটের সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। তবে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে আবার চালু হচ্ছে ঢাকা-বরগুনা নৌরুটের এমকে শিপিং লাইন্সের লঞ্চগুলো।

এমকে শিপিং লাইনের পক্ষ থেকে বলা হচ্ছে, আজ ৩১ আগস্ট সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি পূবালী-১। নতুন ভাড়া তালিকায় ডেক ৫০০, সিঙ্গেল কেবিন ১৩শ ও ডাবল কেবিন ২৫শ টাকা।

বরগুনা পৌর এলাকার একাধিক ব্যবসায়ীরা জানান, সড়কপথে মালামাল পরিবহনে খরচ দ্বিগুণ পরে। তবে আবার এই নৌরুটে লঞ্চ চালু হতে যাচ্ছে, এ সংবাদ জেলার সব ব্যবসায়ীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তাছাড়া আগের তুলনায় ভাড়াও কিছুটা কমিয়েছেন মালিকপক্ষ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *