শিরোনাম

৯৮ ব্যাংক হিসাবে নসরুল হামিদের ৬ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন

Views: 7

৯৮টি ব্যাংক হিসাবে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ৬ হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান।

এজাহারে বলা হয়, নসরুল হামিদ ২০০৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিজ নামে ৯৮টি ব্যাংক হিসাবে মোট ৩ হাজার ৫৮ কোটি টাকা জমা এবং ৩ হাজার ১৮০ কোটি টাকা উত্তোলন করেছেন, যা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন।

এ ছাড়া আয়কর নথি অনুযায়ী, নসরুল হামিদের পারিবারিক ও অন্যান্য ব্যয়ের পরিমাণ ছিল ১১ কোটি ৭২ লাখ ৬৭ হাজার ২৪০ টাকা। তবে প্রকৃতপক্ষে অতিরিক্ত সম্পদের পরিমাণ পাওয়া গেছে, যা তাঁর আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হয়।

এর আগে গত অক্টোবরে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ তিন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান দল। সেসময় সংস্থাটি জানিয়েছিল, কুইক রেন্টাল পাওয়ার প্লান্টের মাধ্যমে সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতি ও অর্থপাচারের প্রমাণ পাওয়া গেছে। তাঁর প্রতিমন্ত্রী থাকাকালে সম্পদ প্রায় আড়াইগুণ বেড়ে গেছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *