শিরোনাম

৯৯৯ নম্বরে ফোনকলে দুর্লভ মেছোবাঘ উদ্ধার

Views: 44

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী থেকে একজন নারী কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তাদের বাড়ির পাশে একটি মেছোবাঘ দেখা গেছে। সেটি লোকজনের তাড়া খেয়ে একটি গাছের ওপর উঠে বসে আছে। মেছোবাঘটিকে উদ্ধার করা না হলে সেটিকে লোকজন পিটিয়ে মেরে ফেলতে পারে।

আজ রবিবার (২৪ মার্চ) এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল অঞ্জন বড়ুয়া কলাতলী থানায় বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান।

আরও পড়ুন : শেখ হাসিনা সেনানিবাসে সমরাস্ত্র প্রদর্শনী

পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই সালাউদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কলাতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মেছোবাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বন বিভাগের কাছে সেটি বুঝিয়ে দেওয়া হয়।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *