মো: আল-আমিন (পটুয়াখালী): ঠিক ৫ বছর পরেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোটগ্রহণের মাধ্যমে পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন আগামী ৯’ই মার্চ দেশের ৯টি পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পৌরসভাগুলোতে ভোটগ্রহণ করতে কমিশন ফাইল অনুমোদন করেছে।
তিনি আরও বলেন, সবগুলো পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনের খবর ছড়িয়ে পরায়, পটুয়াখালী পৌর এলাকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।