বরিশালে ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক কমিটি

 

এস এল টি তুহিন (বরিশাল): বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সহযোগী সংগঠন বরিশাল মহানগর জাতীয়তাবাদি শ্রমিকদলের ৪টি ওয়ার্ডে র আহবায়ক কমিটি ঘোষণা করেছেন মহানগর শ্রমিকদল নেতৃবৃন্দ।

মহানগর শ্রমিকদল সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার শাহাজাদার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিল যুগ্ম আহবায়ক মোতালেব মৃধা, সুলতান শরীফ ও ফিরোজ আল আমিন পিয়া। এসম সিনিয়র সদস্য আলতাফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত নগরীর ৪টি ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

ঘোষিত কমিটিগুলো হচ্ছে নগরীর ৮ নং ওয়ার্ডে মো: নয়ন ফকিরকে আহবায়ক, মোং জুয়েল মৃধা সিঃ যুগ্ম আহবায়ক ও মোঃ হোসেন হাওলাদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন মহানগর শ্রমিকদল আহবায়ক কমিটির আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান ও সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম।

রাতে একই সময় নগরীর ১৩ নং ওয়ার্ড শ্রমিক দলের মোঃ কুদ্দুসকে আহবায়ক, আব্দুর রাজ্জাক খান সিঃ যুগ্ম আহবায়ক ও আব্দুস ছালাম হাওলাদারকে সদস্য সচিব করে কমিটি দেওয়া হয়।

এছাড়া ১৯ নং ওয়ার্ড শ্রমিকদলের খোকন চন্দ্র রায়কে আহবায়ক, মোঃ হাফি হাওলাদার সিকদার যুগ্ম আহবায়ক ও আব্দুর রহমান মুন্সিকে সদস্য সচিব করা হয়। নগরীর ২৮ নং ওয়ার্ড কমিটিতে মোঃ সুলতান শরীফকে আহবায়ক, তোফাজ্জল হোসেন মোহন সিকদার যুগ্ম আহবায়ক ও মোঃ বাবুল সরদারকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও সকল সদস্যদের উপস্থিতিতে নব ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।