খুলে দেয়া হলো দশমিনার বেতাগী সানকিপুর ও আলিপুর সংযোগ সড়ক
দশমিনা প্রতিনিধি: অনেক অপেক্ষার পরে উন্মুক্ত করে দেওয়া হল দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন ও আলিপুর ইউনিয়নের সংযোগ সড়ক। দীর্ঘ দশ বছর পরে উন্মুক্ত হলো এই ১০ কিলো কার্পেটিং রাস্তা। । এর ফলে পাশাপাশি থেকেও বিচ্ছিন্ন দুটি জনপদের বাসিন্দাদের মাঝে যেমন বন্ধন আরও দৃঢ় হলো তেমনি অর্থনৈতিক কর্মচাঞ্চল্য-ও সৃষ্টি হয়েছে।