পটুয়াখালীর বাউফলে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বরিশাল অফিস :: পটুয়াখালী-২ আসন ,বাউফল উপজেলার আসনে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ও আগামী ২৯ ডিসেম্বর বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে উপজেলা যুবলীগের আয়োজনে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ।
গত ২৫.১২.২৩ইং তারিখ রোজ সোমবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা আ.লীগ যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লার সঞ্চারনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী ও সাবেক চীফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি।
এসনয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ ।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হাসান সুপ্ত, কার্যনির্বাহী সদস্য বিকাশ হাওলাদার,মোঃ হুমায়ন কবির, মাকসুদুর রহমান,জেলা যুবলীগের সভাপতি অ্যাড.শহিদুল ইসলাম ,সাধারন সম্পাদক অ্যাড. সৈয়দ সোহেল ।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আ.লীগের আস্তর্জাতিক বিষয়ক উপ কমিটর সদস্য রায়হান সাকিব, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত আনিচুর রহমান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক,পৌর যুবলীগের সভাপতি মামুন খান প্রমুখ ।