শিরোনাম

আগামীতে মোবাইল ফোনের স্থান যে নেবে

Views: 55

চন্দ্রদীপ নিউজ ডেস্ক:  একবার ভেবে দেখুনতো, আপনার কাছে কোন মোবাইল ফোন নেই, হোক সেটা বাটন কিংবা স্মার্ট।  কেমন লাগে? ভাবনা কি আর এগুতে পারছে? নিশ্চয়ই না। অফিস, বিনোদন, বাসা-বাড়ি, ধর্ম-কর্ম কোন ক্ষেত্রে লাগেনা মোবাইল ফোন? প্রয়োজন অপ্রয়োজনে, জরুরি বিনা জরুরি সবসময়েই বন্ধুর মতো পাশে থাকে যে যন্ত্র তার ব্যাপারেই যদি কেউ বলে স্মার্ট ফোন আর থাকবেনা তখন কেমন লাগে? সেটা কি বিশ্বাসযোগ্য হয়? আর তা যদি বলেন বিল গেটসের মতো লোক তখন একটু খটকা লাগে বৈকি! তিনি এমন  কথা বলেছেন যা মোবাইল ফোনের ভবিষ্যতকে অনিশ্চিয়তার মধ্যে ফেলে দিয়েছে।

স্মার্ট ফোন কি সত্যিই শেষ হয়ে যাবে : আজকের আধুনিক যুগে প্রযুক্তি খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। কিপ্যাড ছেড়ে আমরা পৌঁছে গেছি টাচপ্যাডে। এমতাবস্থায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক বিশেষ ধরনের দাবি রেখেছেন। বিল গেটস বলেছেন যে আগামী সময়ে, ইলেকট্রনিক ট্যাটু স্মার্ট ফোনের জায়গা নিতে পারে, যার কারণে স্মার্ট ফোনগুলি বাজার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ইলেকট্রনিক ট্যাটুগুলি CHAOTIC MOON নামে একটি সংস্থা চালু করেছে, যা এক ধরণের জৈব প্রযুক্তির উপর ভিত্তি করে ট্যাটু তৈরি করে।

এই ট্যাটুগুলির মাধ্যমে, মানবদেহ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়, যার কারণে এগুলি বর্তমানে খেলাধুলা এবং চিকিৎসা লাইনে ব্যবহৃত হয়। সংস্থাটি এই ট্যাটুগুলি নিয়ে আরো নানান ধরনের পরীক্ষা নিরিক্ষা করছে যা ভবিষ্যতে স্মার্ট ফোনের জায়গা নিতে পারে।

বড় কথা বললেন নোকিয়ার সিইও : নোকিয়া কোম্পানির সিইও পেক্কা লুন্ডমার্কও স্মার্ট ফোনের অদৃশ্য হওয়ার বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন, যার মতে 6G প্রযুক্তি ২০৩০ সাল নাগাদ শুরু হবে এবং সেই সময়ে স্মার্ট ফোন তার সাধারণ ইন্টারফেসে থাকবে না। নোকিয়ার সিইও বলেন, ২০৩০ সালের মধ্যে মোবাইল ফোনের জায়গায় স্মার্ট চশমা বা অন্য কোনো ধরনের পণ্য ব্যবহার করা হবে, যা সরাসরি আমাদের শরীরের সাথে কানেক্টেড হবে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই বিষয়টি আমাদের জীবনকে আবার পুরোপুরি বদলে দেওয়ার কাজ করবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *