শিরোনাম

অগ্নিসংযোগের প্রধান পরিকল্পনাকারী বিএনপির সভাপতি আনিসুর গ্রেপ্তার করেছে র‌্যাব ৮

Views: 55

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করণের প্রধান পরিকল্পনাকারী নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলালতে গ্রেপ্তার করেছে র‌্যাব ৮ এর সদস্যরা।

শনিবার রাত সাড়ে ১০ টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব ৮ এর অধিনায়ক জুবায়ের আলম শোভন।

র‌্যাব ৮ এর অধিনায়ক জানান, আনিসুর রহমান হেলাল ও তার বাহিনী ঝালকাঠির নলছিটি এলাকা নির্বাচন বানচাল করতে বেশকিছু কেন্দ্রে নাশকতা ও ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা করছিল। তার নির্দেশনা মোতাবেক তার সহযোগীরা নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ স্কুলের পাশে খড় দিয়ে ভোট কেন্দ্রে আগুন লাগানোর পরিকল্পনা গ্রহন করে।

আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এসব পরিকল্পনার খবর জানতে পেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হেলাল বেশকয়েকটি নাশকতা মামলার আসামী বলেও জানান র‌্যাব ৮ এর অধিনায়ক।

এদিকে বরিশাল বিভাগের ২১ টি আসনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট যাতে হয় সে লক্ষে র‌্যাব কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। কেউ যদি নাশকতা করার চেষ্টা করে সে যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন র‌্যাব অধিনায়ক। এছাড়া ভোটের মাঠে নিরবিচ্ছিন্ন ভাবে র‌্যাব ৮ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *