বরিশাল অফিস :: টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। আজ বুধবার সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর গঠন হবে মন্ত্রীসভা। নির্বাচন শেষ হওয়ার পর সবার নজর এখন মন্ত্রীসভার দিকে। সবার মুখে একটাই আলোচনা কে বা কারা হতে যাচ্ছেন নতুন মন্ত্রীসভার সদস্য। বরিশালেও এ আলোচনা সভার মুখে মুখে। এবারের মন্ত্রীসভা গঠনে বেশ কিছু বিষয়ের উপর গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান মন্ত্রীসভার ৩ জন সদস্য নির্বাচনে মনোনয়ন পাননি। আবার মনোনয়ন পেয়েও ৩ জন নির্বাচনে বিজয়ী হতে পারেননি। ফলে এই ৬ পদে স্বাভাবিক কারণেই দেখা যাবে নতুন মুখ।
এছাড়া পুরনো মন্ত্রীসভার অনেকের কর্মকান্ডে বিরক্ত প্রধানমন্ত্রী। তাদের বিষয়েও নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে পুরনো অনেক মন্ত্রীই ছিটকে পড়তে পারেন। এছাড়া প্রমোশন পেয়ে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হবেন অনেকে। এই প্রমোশনের তালিকায় আছেন ঢাকা-১৩ আসনের এমপি জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।
নির্বাচনের আগে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে জাহিদ ফারুক কে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমান করেছে প্রধানমন্ত্রী তাকে কতটা ভালবাসেন ও পছন্দ করেন। দলের হাই কমান্ড ও নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছেন জাহিদ ফারুকের উপর প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ^াস শতভাগ। যে কারনে জাহিদ ফারুক মন্ত্রীসভা থেকে বাদ পড়ার কোন সম্ভাবনা তো নেই বরং তার প্রমোশন হতে পারে। সূত্রটি আরো জানিয়েছে জাহিদ ফারুক পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে তার সার্বিক কাজে প্রধানমন্ত্রী বেশ সন্তুষ্ট। তাই মন্ত্রণালয় পরিবর্তন না করে এই মন্ত্রণালয়েই পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। মন্ত্রীপরিষদে নতুন মুখ হিসেবে আসছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আওয়ামীলীগের একাধিক নেতা বলেন, জাহাঙ্গীর কবির নানক দলের সাধারন সম্পাদক হওয়ার তালিকায় সর্বাগ্রে ছিলেন। কিন্তু ওবায়দুল কাদের বহাল থাকায় বঞ্চিত হন নানক। আওয়ামী লীগের এ নেতার উপর প্রধানমন্ত্রীর আস্থা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুড লিষ্টে আছেন তিনি। এ কারণে তিনি যে মন্ত্রী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত।
এর বাইরে মন্ত্রীসভায় যুক্ত হতে পারেন বর্ষীয়ান রাজনীতিবিদ ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু, পটুয়াখালীর আ স ম ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, পিরোজপুরের শ ম রেজাউল করিম। শারিরিক অসুস্থতার কারনে ভোলার তোফায়েল আহমেদ কে মন্ত্রী সভায় আনার সম্ভাবনা অনেকটাই কম। আগামী ১১ জানুয়ারী মন্ত্রীসভা গঠন হবে।