বরিশাল অফিস :: ১৬ বছরের কিশোরী এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আসামি সাগর খানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
মঙ্গলবার দুপুরে র্যাব-৮ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ওই স্কুল ছাত্রীকে অভিযুক্ত সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত ১২ ডিসেম্বর বিকেলে সাগর তার মায়ের সাথে দেখা করানোর কথা বলে ভিকটিম স্কুল ছাত্রীকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সাগরসহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে বাড়িতে গিয়ে তার স্বজনদের বিষয়টি জানায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে কাঠালিয়া থানা থেকে সাগরকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ এর সহযোগিতা চাওয়া হয়। পরে ছায়াতদন্ত করে র্যাব সদস্যরা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হন।