দুমকিতে কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারক গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি :

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব – ৬।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুমকিতে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকে শাহীনকে এজেন্ট হিসাবে নিয়োগ করা হয়। তিনি গ্রাহকদের কাছ থেকে ৯১ লাখ ৮৭ হাজার ৯৮২ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি নিয়ে গ্রাহকরা লিখিতভাবে পটুয়াখালীতে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসে অভিযোগ করেন। টাকা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হওয়ায় এবং ব্যাংকের সুনাম রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী সময় ব্যাংকের এরিয়া হেড রিপন কুমার দে বাদী হয়ে দুমকি থানায় প্রতারণা মামলা করেন। এ ঘটনার পর থেকে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

আরো পড়ুন : কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে ভূমিহীন ১৩৬ পরিবার : পায়রাবন্দরের সড়ক নির্মাণ শুরু

এরই ধারাবাহিকতায় গত সোমবার র‌্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই দিন বিকালে ফকিরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহীন হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে। তিনি দুমকির মো. ইউনুচ হাওলাদারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পরবর্তিতে গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।