নতুন বাংলাদেশে মা হলেন ফারিয়া ও নাবিলা

চন্দ্রদ্বীপ নিউজ :: গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে জন্ম নিলো দুটি স্টার কিড। একই দিনে (গত ৫ আগস্ট) প্রথম সন্তানের মা হলেন জনপ্রিয় দুই অভিনেত্রী। ফারিয়া শাহরিন এবং নাবিলা ইসলাম দুজনই কন্যা সন্তানের মা হয়েছেন।

জনপ্রিয় লাক্স তারকা ফারিয়া শাহরিন এই সুখবর ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

নবজাতিকার ছবি (মুখ দেখাননি) ফেসবুকে দিয়ে ফারিয়া জানান, প্রথমবারের মতো কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন।

অন্যদিকে, নাবিলা ইসলামও ফেসবুক পোস্টের মাধ্যমে মেয়ের মা হওয়ার খবর জানিয়েছেন। মেয়ের নামও রেখেছেন চলমান পরিস্থিতির ওপর ভিত্তি করে। এই অভিনেত্রী লিখেন, ‘‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে ‘আন্দোলন’।

বিয়ের খবর চার বছর গোপন রেখেছিলেন নাবিলা। কাছের মানুষজন ছাড়া তেমন কেউ জানতেন না। ২০২০ সালে তিনি বিয়ের খবর জানান। এবার জানালেন মা হওয়ার খবর।

নাবিলা ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। সম্প্রতি কাজ শুরু করেছেন বড় পর্দায়ও। তার প্রথম সিনেমা ‘যুদ্ধ জীবন’। এতে তিনি অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে। চট্টগ্রামে সিনেমাটির প্রথম লটের কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা।

অণ্যদিকে, দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটিবদল করেন ফারিয়া। গেল বছর পারিবারিকভাবে বিয়ে হয় এই জুটির। এরপর চলতি বছরের ১২ মে বিশ্ব মা দিবসে গর্ভবতী হওয়ার সুখবরটি ভক্তদের জানান এই অভিনেত্রী। এরপরই গত সোমবার এক ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সে সময়। পরবর্তীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে সর্বমহলে নতুন করে সাড়া জাগান এ অভিনেত্রী।