শিক্ষার্থী মিরাজ ইমতিয়াজের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

চন্দ্রদ্বীপ নিউজ : পটুয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্র সৈনিক কলেজ শিক্ষার্থী মিরাজ ইমতিয়াজের ওপর হামলার প্রতিবাদে আজ শহরের পটুয়াখালী চত্বরে স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলন নস্যাৎ করতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা হাজী আক্কেল আলী কলেজ এর শিক্ষার্থী মিরাজের ওপর ১৩ আগস্ট  হত্যার উদ্দেশ্যে মাথায় এবং গলায় মারাত্মক জখম করে।

পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্হায় তার অবস্হার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে রেফার করা হয়।