সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত
চন্দ্রদ্বীপ নিউজ :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টবোঝাই ট্রাক খাদে পড়ে উল্টে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো ফানু (৪৫) এবং একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৭)।
এলাকাবাসী জানায়, শাহাবাজাপুর ইউনিয়নের পিরোজপুর থেকে সিমেন্টবোঝাই ট্রাকটি বারিকবাজার যাওয়ার পথে সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি অপর আরেকটি নসিমন গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ওই ট্রাকে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে ওই ট্রাকে থাকা ৬ শ্রমিকের মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়। তার আগেই স্থানীয়রা নিহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক রয়েছে ওই ট্রাকের চালক ও হেলপার। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর হবে।