শিরোনাম

বাউফলে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ৬ জন আহত

Views: 9

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (৯ নভেম্বর) সকালে বাউফলের কালাইয়া বন্দরের টেম্পু স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন রনজিত দাস (৬০), রাধা রাণী (৪০), রাজীব দাস (২৬), সজীব দাস (২০), মধু মেম্বর (৬৫), আশিশ (৩০), এবং আশিক (২৮)। এদের মধ্যে আশিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, বাকিদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাই রনজিত দাস ও মধু মেম্বারের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে দুই পরিবারের মধ্যে কথাকাটি হলে, একপর্যায়ে বড় ভাই মধু মেম্বার ছোট ভাই রনজিত দাসের উপর হামলা করেন। এরপর উভয় পরিবারের সদস্যরা দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

মধু মেম্বার বলেন, তিনি এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিএনপি করেন, যা তার ছোট ভাই রনজিত দাসের কাছে অস্বীকার্য ছিল। তিনি দাবি করেন, “বিএনপি করার কারণে রনজিত আমার এবং আমার দুই ছেলে আশিষ ও আশিককে কুপিয়ে আহত করেছে।”

অন্যদিকে, রনজিত দাস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার পরিবারের কেউ বড় ভাই মধু মেম্বারের উপর হামলা করেনি। উনি প্রথম হামলা করেছেন এবং জমি নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। এটি রাজনীতি সম্পর্কিত কোনো ঘটনা নয়।”

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, “এ পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যদি লিখিত অভিযোগ পাওয়া যায়, তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এই ঘটনা বাউফল উপজেলার স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি করেছে, এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *