দেশের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘দরদ’ মুক্তি পাচ্ছে আজ, ১৫ নভেম্বর। সাধারণত ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না, এমন ধারণা ভাঙতে এ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির দুদিন আগেই ছবিটির অগ্রিম টিকিট ছাড়া হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দেশের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সিনেমা বাজারে স্থবির অবস্থা বিরাজ করছে। তবে এর মাঝেই ‘দরদ’ মুক্তির সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। তারা জানিয়েছেন, অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। এজন্য দৈনিক ২২টি শো থেকে আরও ৪টি শো বাড়ানো হয়েছে। বিশেষ করে সীমান্ত সম্ভারে দুটি এবং বসুন্ধরা শাখায় দুটি শো যুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের আশা, দর্শকদের চাহিদা আরও বাড়লে শো-এর সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও নারায়ণগঞ্জের সিনেস্কোপেও অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ফেসবুকে পোস্ট করে তারা জানিয়েছেন, ঈদ ছাড়াও এই সময়ে এমন রেসপন্স পাওয়া তাদের জন্য আশ্চর্যের বিষয়। প্রথম দিনের টিকিট বিক্রির ক্ষেত্রে বিশেষত বিকেল ও সন্ধ্যার শোগুলোর টিকিট সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। যদিও সকাল ও দুপুরের শোগুলোর ৬০ শতাংশ টিকিট এখনও বাকি।
‘দরদ’ সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। বাংলাদেশে ৮৩টি হলে মুক্তি পাচ্ছে এ ছবি, পাশাপাশি বিশ্বের আরও ২২টি দেশে মুক্তি দেয়া হচ্ছে। পরিচালক অনন্য মামুনের মতে, “আমি আত্মবিশ্বাসী, দর্শকরা ‘দরদ’ দেখে হতাশ হবেন না।”
সম্প্রতি ‘দরদ’-এর গান ও ট্রেলার অনলাইনে প্রকাশিত হয়েছে, যা সিনেপ্রেমীদের মুগ্ধ করেছে। ছবিতে শাকিব খানের বিপরীতে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে দেখা যাবে। এছাড়াও রয়েছেন কলকাতার অভিনেত্রী পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব ও বাংলাদেশের এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রিও, সাফা মারওয়া, আমির সিরাজী এবং জেসিয়া ইসলাম (অতিথি শিল্পী)। ছবিটি একটি রোম্যান্টিক থ্রিলার ধাঁচের।
—