পটুয়াখালীতে কচ্ছপ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, উদ্ধারকৃত কচ্ছপ অবমুক্ত

পটুয়াখালী শহরের লঞ্চঘাট এলাকায় কচ্ছপ ক্রয়-বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৭ নভেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে উদ্ধারকৃত ৪টি সুন্ধি কচ্ছপ প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. সোহেল হাওলাদার নামে এক মাছ ব্যবসায়ীকে কচ্ছপ বিক্রির দায়ে জরিমানা করেন। তিনি জানান, “কচ্ছপ এক ধরনের বন্যপ্রাণী যা প্রায় বিলুপ্তির পথে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী কচ্ছপ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই এ অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উদ্ধারকৃত কচ্ছপগুলো লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।”

এনিমেল লাভার অব পটুয়াখালী সংগঠনের সদস্য আসাদুল্লাহ হাসান মুছা জানান, দীর্ঘদিন ধরে সোহেল হাওলাদার কচ্ছপ বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য তাদের কাছে ছিল। সেই সূত্র ধরে রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার দোকান থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

অভিযানকালে পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি এবং এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কচ্ছপগুলো নিরাপদে মুক্ত করে দেওয়া হয়, যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম