বরিশালে ট্রাক পুকুরে, প্রাণ গেল দুইজনের
বরিশাল প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের তারাকূপি আরিফ ফিলিং স্টেশন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাকচালক মুকুল (৩৫) এবং ফরিদপুরের ভাঙ্গা থানার চুমুরদি গ্রামের ব্যবসায়ী বাদল মোল্লা (৪০)। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে চালকের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
কীভাবে ঘটলো দুর্ঘটনা:
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, ট্রাকটি বরিশাল থেকে মালামাল বিক্রি করে ফরিদপুরের দিকে খালি অবস্থায় যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পুকুরে পড়ে যায়।
বরিশাল গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের লাশ হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধার কার্যক্রম চলমান:
ট্রাকটি পুকুর থেকে উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম