ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে
ডাচ-বাংলা ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে ৫ দিনের জন্য ব্যাংকের সব ধরনের লেনদেন ও ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংককে নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের জন্য তাদের কেন্দ্রীয় ব্যাংকিং সার্ভিস ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এবং এজেন্ট ব্যাংকিং সার্ভিস ৩০ ডিসেম্বর ২০২৪ থেকে ৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-এর আবেদন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার অধীনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম