শিরোনাম

কীর্তনখোলা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষ: ৪ জন নিখোঁজ

Views: 16

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে স্পিডবোটটি ডুবে গেছে। এ ঘটনায় চারজন যাত্রী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চরমোনাই ঘাট এলাকায়।

বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ভোলার উদ্দেশে রওনা হয়। চরমোনাই ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি ডুবে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও চারজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।

ওসি সনাতন চন্দ্র সরকার জানান, নৌ-পুলিশ ও উদ্ধারকারী সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সংঘর্ষে জড়িত ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত স্পিডবোটটি বা নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনাটি আকস্মিক এবং নদীর স্রোতের কারণে স্পিডবোটটি দ্রুত তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহযোগিতা করছেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *