বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর সফল অভিযানে মাদক চোরাকারবারির একটি সংঘবদ্ধ চক্র ধরা পড়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোর ৩টা ১৫ মিনিটে বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা:
১. নিত্যানন্দ রায় (৩৬), উজিরপুরের সাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।
২. দিলীপ পাণ্ডে (৩২)।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
একটি অত্যাধুনিক ড্রোন
মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত মোবাইল ফোন
নগদ ১৫,৯৮০ টাকা (চোরাচালান থেকে অর্জিত বলে ধারণা)।
অভিযানটি পরিচালনা করেন আগৈলঝাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইয়াসির আরাফাত।
অভিযানের ফলাফল:
সেনাবাহিনীর এই সফল অভিযানে মাদকচক্রের নেটওয়ার্কে বড় ধাক্কা লেগেছে। স্থানীয় জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আটককৃতদের আগৈলঝাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জনমতের প্রতিক্রিয়া:
স্থানীয় জনসাধারণ এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে মুক্ত করতে সেনাবাহিনীর এমন ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম