দক্ষিণাঞ্চলের শিশুদের উন্নত চিকিৎসার জন্য ২০১৭ সালে বরিশালের আমানতগঞ্জে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতালের নির্মাণকাজ শুরু হলেও, দীর্ঘ ৭ বছর পেরিয়ে গেলেও সেটি এখনো অসমাপ্ত। এর ফলে আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালের অসংখ্য শিশু।
২২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই হাসপাতালটি ২০১৯ সালে শেষ হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সুকান্ত বাবুর নামে নামকরণ করা এই হাসপাতালটির কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে থমকে আছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হাসপাতালের নির্মাণকাজের দায়িত্ব বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর প্রতিষ্ঠানকে প্রভাব খাটিয়ে দেওয়া হয়। তারা অভিযোগ করেন, দায়িত্বশীলতা এবং পরিকল্পনার অভাবেই কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি।
বরিশালের বাসিন্দা জসিম হাওলাদার বলেন, “প্রতিদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হচ্ছে। এই হাসপাতালটি চালু হলে আমাদের অনেক সুবিধা হতো।”
আফরোজা জাহান ইভা বলেন, “ঢাকায় ছুটতে হচ্ছে, অথচ বরিশালেই যদি হাসপাতালটি চালু হতো, তাহলে চিকিৎসা সহজ হয়ে যেত।”
বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, “প্রতিমাসে গড়ে এক হাজারেরও বেশি শিশু চিকিৎসা নিতে আসে। নতুন এই হাসপাতালটি চালু হলে চিকিৎসাসেবার মান অনেক উন্নত হবে।”
বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরসাল আহমেদ বলেন, “কাজ শেষ করতে বিলম্ব হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে। তবে শিগগিরই হাসপাতালের কাজ সম্পন্ন হবে।”
বরিশালের মানুষ দ্রুত এই হাসপাতালের কাজ শেষ করে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের বিশ্বাস, হাসপাতালটি চালু হলে দক্ষিণাঞ্চলের শিশুদের চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না এবং চিকিৎসার মানের উন্নয়ন হবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম