বরিশাল কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় শুক্রবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ওপেন হাউজ ডেতে ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের সমস্যাগুলো সরাসরি পুলিশ কমিশনারের সামনে তুলে ধরেন। এ সময় পুলিশ কমিশনার জনসাধারণের উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) আলী আশরাফ ভূঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স। এছাড়া, কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সেবা প্রত্যাশী ভুক্তভোগী, ও বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।

ওপেন হাউজ ডে কার্যক্রমে সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং সমস্যা সমাধানে পুলিশের সহযোগিতা প্রদানের প্রশংসা করেন।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”