মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল সদর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি খোকন হাওলাদার এবং সাধারণ সম্পাদক লিটন ফরাজি এর নেতৃত্বে র্যালিটি বরিশালের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা এবং বিজয় দিবসের ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা চরম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করেন।
র্যালিতে সদর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে শত শত মৎস্যজীবী দলবদ্ধভাবে যোগ দেন। পুরো এলাকা জুড়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
সংগঠনের সভাপতি খোকন হাওলাদার বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমাদের প্রত্যেককে দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে।”
সাধারণ সম্পাদক লিটন ফরাজি বলেন, “বিজয়ের এই দিন আমাদের গৌরবের প্রতীক। দেশের মৎস্যসম্পদ রক্ষায় আমরা আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।”
এদিনের আয়োজনে মৎস্যজীবী দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিজয়ের আনন্দকে ভাগ করে নেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম