শিরোনাম

যুক্তরাষ্ট্রে স্কুলে দুর্বৃত্তদের বন্দুক হামলা, নিহত ৩

Views: 6

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের রাজধানী ম্যাডিসন-এ একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ছয়জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজ্যের পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, হঠাৎই এক বন্দুকধারী স্কুলে গুলি চালায়।

ম্যাডিসন পুলিশের মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানান, “আমরা একাধিক হতাহতের খবর পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” স্কুল সংলগ্ন এলাকা এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

ম্যাডিসন পুলিশ প্রধান শন বার্নস জানান,
“নিহতদের মধ্যে বন্দুকধারীও থাকতে পারে। হামলার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” নিরাপত্তার স্বার্থে স্কুল ও আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পেছনের কারণ এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *