বরিশালে সড়ক দুর্ঘটনায় ডিপ্লোমা প্রকৌশলী নিহত

বরিশালের বানারীপাড়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক রাকিব হোসেন (২৮) গুরুতর আহত হন।

সুশান্ত রায় বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং বন্দর বাজারের মৎস্য ব্যবসায়ী সুধীর রায়ের ছেলে।

সোমবার দুপুরে স্বরূপকাঠির কুনিয়ারী এলাকা থেকে ইজিবাইকযোগে বানারীপাড়ায় ফেরার পথে মাছরং ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হলে সুশান্ত রায়সহ ইজিবাইক চালক গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সুশান্ত রায়কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার পারিবারিক শ্মশানে সুশান্ত রায়ের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম