মোটরসাইকেল না দেওয়ায় সৌদি প্রবাসীর ওপর হামলার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের বেদগর্ভ গ্রামে সৌদি প্রবাসী ভাষাই খানকে দাবিকৃত মোটরসাইকেল না দেওয়ার অভিযোগে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার ছেলের নেতৃত্বে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে আহত প্রবাসীর ছেলে টুটুল খান জানান, তার বাবা ভাষাই খান সম্প্রতি ছুটিতে দেশে আসেন। তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট থেকে সরিকল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদল নেতা পলাশ মৃধা তাদের পরিবারের কাছে তিনটি পালসার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিলেন।

টুটুল খান বলেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে দাবিকৃত মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে, পলাশ মৃধা ও তার ৮-১০ জন সহযোগী আমাদের বাড়িতে ঢুকে আমার বাবাকে মারধর করে গুরুতর আহত করেন। আমার মা বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়।”

এ বিষয়ে সরিকল ইউনিয়নের বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার ছেলে যুবদল নেতা পলাশ মৃধা বলেন,“ভাষাই খান সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছেন। আওয়ামী লীগের শাসনামলে তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনে লিপ্ত ছিলেন। এখন আমাদের ভাবমূর্তি নষ্ট করতে এই অপপ্রচার চালাচ্ছেন।”

এদিকে, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন,“এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম