সাদপন্থী নেতা মোয়াজ বিন নুর গ্রেফতার
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় মাওলানা সাদপন্থী নেতা মোয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিব ইস্কান্দার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জোবায়ের অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাদপন্থী মাওলানা সাদ কান্ধলভির ২৯ জন অনুসারীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়। ওই মামলার ৫ নম্বর আসামি মোয়াজ বিন নূর (৪০) রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার হন।
সংঘর্ষের পটভূমি:
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে ইজতেমা মাঠে প্রবেশের চেষ্টা করে। এ সময় মাঠের ভেতর অবস্থান করা মাওলানা জোবায়ের অনুসারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে সাদপন্থীরা পাল্টা হামলা চালিয়ে মাঠে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এই সংঘর্ষে দুইজন ঘটনাস্থলে এবং গুরুতর আহত এক ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়। সংঘর্ষে আহত শতাধিক ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোয়াজ বিন নূর উত্তরার ৭ নম্বর সেক্টরের বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর মোহাম্মদ। মামলায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম