উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে অসাধারণ এই সিরিজ জয়ের শেষ ম্যাচে ৮০ রানের বড় জয় পেল টাইগাররা। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ তোলে ১৮৯ রান। পরে বল হাতে দারুণ নৈপুণ্যে ক্যারিবীয়দের থামিয়ে দেয় মাত্র ১০৯ রানে।
জয়ের মূল কারিগর জাকের আলী অনিক:
জাকের আলী অনিকের ব্যাটে ভর করেই বাংলাদেশ শক্ত ভিত পেয়েছে। তার ৪১ বলে ৭২ রানের ইনিংসটি ছিল আক্রমণাত্মক এবং দৃঢ়চেতা। ছয়টি বিশাল ছক্কা হাঁকানো এই ইনিংসে শেষ ২২ বলে ৫৪ রান তোলেন তিনি। বিশেষভাবে উল্লেখযোগ্য তার স্পোর্টসম্যানশিপ, যেখানে প্রতিপক্ষের খেলোয়াড় চোট পেলে রান নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেটি নেননি তিনি।
ব্যাটিংয়ের সময় কিছু ভুল বোঝাবুঝি হয়। শামীম পাটোয়ারীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে মনে করেছিলেন তিনি বিদায় নিয়েছেন। কিন্তু থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে তাকে ফেরানো হয়। তবে পরে শেখ মাহেদীর সঙ্গে আবারো ভুল বোঝাবুঝি হয়, এবং এবার মাহেদী রানআউট হন। তবে সবকিছু পেছনে ফেলে দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স:
উদ্বোধনী ব্যাটার পারভেজ হোসেন ইমনের ২১ বলে ৩৯ রান দলকে দুর্দান্ত শুরু এনে দেয়। এরপর তানজিদ হাসান তামিম আউট হলেও জাকের আলী পরিস্থিতি সামলান। শেষ পর্যন্ত বাংলাদেশ ৭ উইকেটে ১৮৯ রান তুলে ইনিংস শেষ করে।
বোলিংয়ে বিধ্বংসী টাইগাররা:
বল হাতে বাংলাদেশি বোলাররা ছিলেন দুর্দান্ত। তাসকিন আহমেদ, শেখ মাহেদী ও রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে কোনোভাবেই নিজেদের মেলে ধরতে পারেনি উইন্ডিজ। পাওয়ারপ্লের আগেই তারা হারায় গুরুত্বপূর্ণ ৩ উইকেট। পরে অধিনায়ক রভম্যান পাওয়েলসহ গুরুত্বপূর্ণ ব্যাটাররা দ্রুতই বিদায় নেয়।
শেষ দিকে রোমারিও শেফার্ড ও গুডাকেশ মোটির জুটিতে কিছুটা আশার আলো দেখতে পায় ক্যারিবীয়রা। তবে তাদের বিদায়ের পরই উইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১০৯ রানে। তাসকিন আহমেদের উইকেটেই ম্যাচটি শেষ হয়।
উপসংহার:
এই জয় শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশের ইতিহাস নয়, বরং বাংলাদেশের জন্য দারুণ এক সিরিজ জয়ের স্মারক। ২০২৪-এর শেষটা জয়গাঁথায় রাঙিয়ে আনল টাইগাররা।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম