উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলীন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত রেস্তোরাঁ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনার বিস্তারিত:
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুতই ১০টা ৪৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। একে একে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ধোঁয়া ও আগুনের কারণে রেস্টুরেন্টটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। তবুও দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে আশপাশের এলাকায় আগুন ছড়ায়নি। উদ্ধার করা ৭ জনের মধ্যে কেউ গুরুতর আহত কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখযোগ্য দিক:
আগুন লাগার কারণ এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিক ধারণায় গ্যাসের লাইন কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগতে পারে।
উদ্ধার কার্যক্রম:
আগুনের সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা কর্মী ও কাস্টমারদের অনেকেই আটকা পড়েন। দ্রুত উদ্ধার তৎপরতার ফলে ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম