আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেফতার

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এবং রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক বলরাম পোদ্দারকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারের প্রেক্ষাপট ::
ডিসি মাসুদ করিম জানান, বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর কাকরাইলের নিজ বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করা হয়। তাকে রমনা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে। গ্রেফতারের পর বলরামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

অভিযোগের বিবরণ::
বিভিন্ন সূত্রে জানা গেছে, বলরাম পোদ্দারের বিরুদ্ধে বরিশালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত হত্যা মামলার তথ্য রয়েছে।

তবে এসব মামলার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম