চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ
বরিশাল নগরীর ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের চিকিৎসক শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে এক তরুণী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বান্দ রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণীর দাবি, পেটের ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে তিনি তার পেটে হাত দেন। এ সময় অভিযুক্ত চিকিৎসক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেন। তরুণী বলেন, “আমি চিৎকার দিলে তিনি আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। চিৎকার শুনে ল্যাবের অন্যান্য লোকজন চেম্বারে এলে তিনি পালিয়ে যান।”
তরুণী আরও অভিযোগ করেন, ঘটনার পর ডায়াগনস্টিক ল্যাব কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।
অভিযুক্ত চিকিৎসক শফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে এটিকে রোগীর সঙ্গে একটি ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন। তিনি বলেন, “এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”
এ বিষয়ে ডিজিটাল ল্যাব কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, “এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
ঘটনাটি নগরীতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। জনমনে প্রশ্ন উঠেছে, তদন্ত না হলে কীভাবে এমন অভিযোগের সত্যতা জানা যাবে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম