বরিশালে যথাযথ উৎসব আয়োজন ছাড়াই বছরের প্রথম দিনে সীমিত পরিসরে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। পুস্তকের স্বল্পতা, লজিস্টিক সঙ্কট এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়হীনতার কারণে ছাত্রছাত্রীদের মাঝে পূর্ণাঙ্গ বই বিতরণ করা সম্ভব হয়নি।
এদিকে, দেশে অন্যান্য স্থানে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই উৎসব আয়োজন করলেও বরিশালের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর কোনো আয়োজন হয়নি।
কেন উৎসবহীন বরিশাল?::
প্রধান শিক্ষকদের একাংশ অভিযোগ করেছেন, বরিশালে এবার বই বিতরণের জন্য প্রয়োজনীয় পুস্তক সরবরাহে প্রশাসনিক বিলম্ব ও অসংগঠিত কার্যক্রম প্রভাব ফেলেছে। এর ফলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য বই সরবরাহ করা হলেও পূর্ণাঙ্গ সিলেবাস কাভার করা সম্ভব হয়নি।
কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের শুরুতেই শিক্ষার্থীরা প্রাথমিকভাবে বই হাতে না পেলে তাদের মানসিক প্রস্তুতি ও আগ্রহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বরিশাল শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “কেন্দ্রীয় পর্যায় থেকে পাঠ্যবই পাঠানোর সময় কিছু প্রযুক্তিগত বাধা সৃষ্টি হওয়ায় বরিশালে সঠিক সময়ে সব বই পৌঁছানো সম্ভব হয়নি। বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এদিকে, একই দিনে রংপুরে জাতীয় পার্টি তাদের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপে ডাকুক বা না ডাকুক, জাতীয় পার্টি এতে তোয়াক্কা করে না। আগামী নির্বাচনে জয়ী হয়ে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।”
বরিশালের বই বিতরণে প্রশাসনিক জটিলতা এবং রংপুরে জাতীয় পার্টির রাজনৈতিক দৃঢ়তা দেশের বর্তমান রাজনৈতিক ও শিক্ষাব্যবস্থায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বরিশালের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম