বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে সংস্কারের দাবির পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন—এ প্রশ্ন উঠছে। এটি মূলত অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কূটতর্ক। রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। গণতন্ত্রকে টেকসই করতে নির্বাচন হলো সবচেয়ে কার্যকর পন্থা। জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় নিজের অধিকার প্রতিষ্ঠা করে।”
তিনি আরও বলেন, “যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায়, তারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে নেতাকর্মীদের ধৈর্যশীল থেকে জনগণকে মানসিকভাবে নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে।”
ছাত্রদলের ইতিহাস স্মরণ করে তারেক রহমান বলেন, “ছাত্রদল দেশের জনপ্রিয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এর পেছনে অসংখ্য নেতাকর্মীর ত্যাগ ও পরিশ্রম রয়েছে।”
তিনি ছাত্রদলের নেতাকর্মীদের আহ্বান জানান, “কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে গণআন্দোলনের আকাঙ্ক্ষা যেন নষ্ট না হয়। প্রতিটি সদস্যকে সতর্ক থাকতে হবে।”
তারেক রহমান বলেন, “বিগত বছরের মাফিয়া স্বৈরাচারী শাসন আমাদের লজ্জিত করেছে। তবে নতুন বছর নিরপেক্ষ বাংলাদেশ গড়ার আশা জাগিয়েছে।” তিনি দলের নির্যাতিত ও গুম হওয়া সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সম্মানজনক বাংলাদেশ গড়তে হবে। লোভ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ার বিকল্প নেই।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। জনগণের আস্থা অর্জন করতে হবে।”
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ শীর্ষ নেতারা।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম